নারী সাংবাদিকদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ

অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে এমআরডিআই এর সহযোগিতায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে Women Journalists Network, Bangladesh – WJNB । জাতীয় পর্যায়ে সংবাদপত্র, টেলিভিশন, অনলাইনে কর্মরত ও ফ্রিল্যান্সার নারী সাংবাদিকরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে অভিজ্ঞ সাংবাদিক/মেন্টরের নিবিড় তত্ত্বাবধানে নিজেদের আইডিয়া অনুসারে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সুযোগ পাবেন সাংবাদিকরা। প্রতিবেদন তৈরির জন্য মাঠ পর্যায়ের খরচ এমআরডিআই বহন করবে। আগামী ৮-২০ মার্চ ২০২৩ সিসিডিবি হোপ সেন্টার, সাভারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

Skip to content