শিক্ষার্থীদের জন্য ”তথ্য অধিকার আইন” অনলাইন কোর্স
কেন এই কোর্সে অংশ নেবেন
আপনার কি জানতে ইচ্ছা করে, আপনার বাড়ির সামনের রাস্তাটা মেরামতের জন্য কত বরাদ্দ ছিলো এবং তাতে কত ব্যয় হয়েছে? সরকারি হাসপাতালে কেন ওষুধ থাকেনা, প্রতিবেশি কেন অনেক দিন ধরে চেষ্টা করেও বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা, দরিদ্র বৃদ্ধ প্রতিবেশি কেন বয়স্ক ভাতা পাচ্ছে না, অপেক্ষাকৃত ভালো পরীক্ষা দিয়েও আপনার কেন চাকরি হয়নি, কলেজে ফরম ফিলাপে কেন বেশি টাকা নেওয়া হচ্ছে এমন হাজারো প্রশ্ন আপনার মাথায় কিন্তু উত্তর পাচ্ছেন না। আপনার এমন সব প্রশ্নের উত্তর পেতে পারেন তথ্য অধিকার আইন ব্যবহার করে। এই কোর্সটির মাধ্যমে তথ্য অধিকার আইন ও এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন আপনি।
যেভাবে রেজিস্ট্রেশন করবেন
• একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার Username/ইউজার নেম, Password/পাসওয়ার্ড, Email Address/ইমেইল দিন।
• ফর্মের নির্দিষ্ট জায়গায় আবার Email (again)/ইমেইল লিখুন।
• First Name/নামের প্রথম অংশ, Last Name/নামের শেষাংশ, District/জেলা, Country/দেশ, Upazilla/ উপজেলা , Designation/পদবি (Choose… করুন), স্কুলের শিক্ষার্থী হলে শ্রেণির নাম (Choose… করুন) Institution Name/শিক্ষা প্রতিষ্ঠানের নাম, Institution Address/শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, Mobile Number/মোবাইল নম্বর, এবং আপনার Birth Date/ জন্ম তারিখ দিন।
• সব তথ্য দেয়ার পর Register Now বাটনে ক্লিক করুন, তারপর আপনার উক্ত ইমেইলে একটি মেইল যাবে।
• এবার আপনার Email-এ প্রবেশ করুন এবং ইনবক্স থেকে MRDI Online Training Courses: account confirmation ইমেইলটি খুলুন।
• To confirm your new account, please go to this web address: লিঙ্কটিতে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন এবং এরপর Continue বাটনে ক্লিক করুন।
• Continue বাটনে ক্লিক করলে, তা আপনাকে কোর্স পেইজে নিয়ে যাবে । সেখান থেকে শিক্ষার্থীদের জন্য ”তথ্য অধিকার আইন” অনলাইন কোর্স এর নিচে Enrol me বাটনে ক্লিক করুন অথবা বামপাশের Dashboard এ ক্লিক করুন, তারপর ডানপাশের Courses থেকে শিক্ষার্থীদের জন্য ”তথ্য অধিকার আইন” লেখাটিতে ক্লিক করুন ।
• এবার Enrol me বাটনে ক্লিক করুন। Now, You are enrolled in the course. এরপর থেকে আপনি এই কোর্স শুরু করতে পারবেন।
মনে রাখবেন, আপনি যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন, কোর্স শেষে আপনার সার্টিফিকেটটি ও সেই নামেই ইস্যু হবে। (নাম অবশ্যই ইংরেজিতে হতে হবে) তাই যে নামে সার্টিফিকেট পেতে চান সেই নামে রেজিস্ট্রেশন করুন।
আর রেজিস্ট্রেশন করা থাকলে লগ-ইন এ ক্লিক করুন।
এ বিষয়ে কিছু জানার প্রয়োজন হলে যোগাযোগ করুন এমআরডিআই-এর এই নম্বরে:- ০১৭১৩২২৫৪৭৫