এমআরডিআই জার্নালিজম ইন্টার্নশিপ প্রোগ্রাম
গাইডলাইন ও আবেদন প্রক্রিয়া
প্রোগ্রামের উদ্দেশ্য:
- এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের হাতেকলমে সাংবাদিকতা শেখার সুযোগ দিতে ডিজাইন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় সংবাদমাধ্যমের নিজ নিজ বিভাগীয় ব্যুরো অফিসে/প্রতিবেদকের সাথে কাজের মাধ্যমে মাঠপর্যায়ে সাংবাদিকতার সাথে পরিচিত হয়ে উঠবেন।
কারা আবেদন করতে পারবেন:
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের সুবিধা:
- জাতীয় সংবাদমাধ্যমের ব্যুরো অফিসে/প্রতিবেদকের সাথে ৩ মাস ইন্টার্নশিপের সুযোগ, ইন্টার্নশিপ শুরুর পূর্বে ওরিয়েন্টেশন সেশন, মাসিক ফলোআপ সেশন, কেন্দ্রীয় বার্তাকক্ষে কাজের সুযোগ, মাসিক বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হবে।
কীভাবে নির্বাচিত হতে পারেন আপনি?
- ইন্টার্নশিপের সুযোগ পেতে চাইলে আপনাকে এমআরডিআই-এর দেওয়া নির্দিষ্ট গুগল ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে ছবিসহ জীবনবৃত্তান্তের একটি কপি সংযুক্ত করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে ইন্টার্নশিপের জন্য চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচিত করা হবে।
নিয়মাবলি:
- নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় সংবাদমাধ্যমের নিজ বিভাগীয় ব্যুরো অফিস/প্রতিবেদকের সাথে টানা ৩ মাস ইন্টার্নশিপের জন্য কাজ করবেন।
- নির্বাচিত হলে আপনাকে ইন্টার্নশিপ প্রোগ্রামের সব কার্যক্রম, এমআরডিআই আয়োজিত প্রশিক্ষণ ও সেশনে উপস্থিত থাকতে হবে।
- ইন্টার্নশিপ শেষে সামগ্রিক শিখন, অভিজ্ঞতার আলোকে একটি রিপোর্ট সাবমিট করতে হবে।
- ইন্টার্নশিপ চলাকালীন কোনো সংবেদনশীল ডেটা বা তথ্য পেলে প্রচার বা প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে হবে। পূর্বানুমতি ছাড়া তা প্রকাশ করা যাবে না।
- প্রোগ্রামের নিয়মকানুন ও দায়িত্ব পালনে অবহেলা বা অসম্মান প্রদর্শন করলে ইন্টার্নশিপ বাতিল হয়ে যেতে পারে।