অনলাইন কোর্স: আর্থিক সাক্ষরতা
কেন এই কোর্সে অংশ নেবেন
নিজের টাকায় স্বপ্ন পূরণের ইচ্ছা সকলেরই থাকে। আর এই ইচ্ছা পূরণ সম্ভব করতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা এবং টাকার সঠিক ব্যবহার। জীবনের নানা চাহিদা থাকাই স্বাভাবিক। তবে এগুলোর মধ্যে থেকে অতি প্রয়োজনীয় চাহিদাগুলো চিহ্নিত করা এবং আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য করতে পারলে সঞ্চিত অর্থের বিনিময়ে অনেক দুর্লভ বস্তু অর্জন করা সম্ভব হতে পারে। ছাত্র জীবন যেকোনো বিষয় রপ্ত করার উপযুক্ত সময়। তাই এই সময়ে আর্থিক সাক্ষরতা অর্জন ভবিষ্যত জীবনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুলের শিক্ষার্থীদের জন্যই মূলত কোর্সটি তৈরি করা হয়েছে। পনেরটি ভিডিও অধিবেশনের মাধ্যমে টাকা, আয়, ব্যয়, সঞ্চয়, লক্ষ্য এবং পরিকল্পনাসহ আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি ভিডিওর সাথে সংযুক্ত আছে এর লিখিত পাঠ। অধিবেশন শেষে অর্জিত ধারণা যাচাইয়ের জন্য রয়েছে মূল্যায়ন কুইজ। অধিবেশন শেষে অর্জিত ধারণা যাচাইয়ের জন্য রয়েছে কুইজ। সফলভাবে কোর্স সম্পন্নকারীর জন্য রয়েছে সনদপত্র। তবে এজন্য অংশগ্রহণকারীকে প্রতিটি অধিবেশনের কুইজে অংশ নিতে হবে এবং মোট ৬০% নম্বর পেতে হবে। কোর্সটিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে ভবিষ্যত স্বপ্নপূরণের পথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন সহজতর হবে।
যেভাবে রেজিস্ট্রেশন করবেন
• একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার Username/ইউজার নেম (ইংরেজিতে ছোট অক্ষরে এক শব্দে ইউজার নেম দিন), Password/পাসওয়ার্ড (পাসওয়ার্ডে কমপক্ষে ৮টি অক্ষর থাকতে হবে), Email Address/ইমেইল দিন ।
• ফর্মের নির্দিষ্ট জায়গায় আবার Email (again)/ইমেইল লিখুন ।
• First Name/নামের প্রথম অংশ, Last Name/নামের শেষাংশ, District/জেলা, Country/দেশ,
• এবং Designation/পদবি (ছাত্র/ছাত্রী), Mobile Number/মোবাইল নম্বর দিন।
• সব তথ্য দেয়ার পর Register Now বাটনে ক্লিক করুন ।
• এবার আপনার Email-এ প্রবেশ করুন এবং ইনবক্স থেকে Online Training Courses: account confirmation ইমেইলটি খুলুন ।
• To confirm your new account, please go to this web address: লিঙ্কটিতে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন এবং এরপর Continue বাটনে ক্লিক করুন ।
• Continue বাটনে ক্লিক করলে, তা আপনাকে কোর্স পেইজে নিয়ে যাবে । সেখান থেকে “টাকা: যা কিছু জানার আছে” এর পাশে Financial Literacy Online Course এর নিচে Enroll me বাটনে ক্লিক করুন ।
• এখন আপনি এই কোর্সে অংশ নিতে পারবেন ।
মনে রাখবেন, আপনি যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন, কোর্স শেষে আপনার সার্টিফিকেটটি ও সেই নামেই ইস্যু হবে। (নাম অবশ্যই ইংরেজিতে হতে হবে) তাই যে নামে সার্টিফিকেট পেতে চান সেই নামে রেজিস্ট্রেশন করুন।
আর রেজিস্ট্রেশন করা থাকলে লগ-ইন এ ক্লিক করুন।
এ বিষয়ে কিছু জানার প্রয়োজন হলে যোগাযোগ করুন এমআরডিআই-এর এই নম্বরে:- ০১৭১৩২২৫৪৭৫