ডেটা জার্নালিজম ফেলোশিপ প্রোগ্রাম
ফেলোশিপ গাইডলাইন ও আবেদন প্রক্রিয়া

প্রোগ্রামের উদ্দেশ্য:
- এই ফেলোশিপটি তরুণ সাংবাদিক ও শিক্ষার্থীদের ডেটা জার্নালিজমে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে ডিজাইন করা হয়েছে। অভিজ্ঞ ডেটা জার্নালিস্টদের কাছ থেকে অংশগ্রহণকারীরা হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে ডেটা জার্নালিজম শিখতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন:
- ডেটা জার্নালিজমে ক্যারিয়ার গড়তে আগ্রহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা, শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক; যাদের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা তিন বছরের কম – তারা আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের সুবিধা:
- দুই মাসের ফেলোশিপ, সপ্তাহে দুই দিন প্রশিক্ষণ, হাতেকলমে শিক্ষা, আর্থিক সহায়তা ও সার্টিফিকেট প্রদান করা হবে।
কীভাবে নির্বাচিত হতে পারেন আপনি?
- এই প্রশিক্ষণে সুযোগ পেতে চাইলে আপনাকে এমআরডিআই-এর দেয়া নির্দিষ্ট গুগল ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্তের একটি কপি সংযুক্ত করে পাঠাতে হবে। বাছাইকৃত আবেদনকারীদের মধ্য থেকে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১২ জন ফেলো নির্বাচিত করা হবে। ফেলো নির্বাচনে এমআরডিআই-এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
নিয়মাবলি:
- নির্বাচিত ফেলোরা টানা ২ মাসের প্রশিক্ষণ পাবেন। প্রতি সপ্তাহে দুইদিন ক্লাস থাকবে।
- নির্বাচিত হলে আপনাকে ফেলোশিপের সব কার্যক্রম ও প্রশিক্ষণ সেশনে উপস্থিতি থাকতে হবে।
- ফেলোদের ক্লাসওয়ার্ক ও অ্যাসাইনমেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
- ফেলোশিপ চলাকালীন কোনো সংবেদনশীল ডেটা বা তথ্য পেলে প্রচার বা প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে হবে। পূর্বানুমতি ছাড়া তা প্রকাশ করা যাবে না।
- ফেলোশিপের আওতায় তৈরি বা বিশ্লেষণ করা যেকোনো ডেটা- তথ্য বা প্রতিবেদন মেধাস্বত্ত্ব হিসেবে বিবেচিত হবে।
- প্রোগ্রামের নিয়মকানুন ও দায়িত্ব পালনে অবহেলা বা অসম্মান প্রদর্শন করলে ফেলোশিপ বাতিল হয়ে যেতে পারে।
আবেদন করতে ক্লিক করুন এখানে
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫