বেসিক সাংবাদিকতা প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ
গাইডলাইন ও আবেদন প্রক্রিয়া
প্রোগ্রামের উদ্দেশ্য: আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে হাতেকলমে জ্ঞান অর্জনের সুযোগ প্রদান।
কারা আবেদন করতে পারবেন: সাংবাদিকতায় আগ্রহী আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ-তরুণী যারা এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন (স্নাতক/অনার্স) পড়ছেন অথবা সদ্য গ্র্যাজুয়েশন পাশ করেছেন, শুধু তারাই আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের আওতা: তিন দিনের প্রশিক্ষণ, সাংবাদিকতার মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন, ৬ মাসের ইন্টার্নশিপ ও কর্মকালীন বৃত্তি।
কীভাবে নির্বাচিত হতে পারেন আপনি?
- এমআরডিআই-এর দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্তের একটি কপি সংযুক্ত করে পাঠাতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৮০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রশিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে ২০ জনকে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত করা হবে। প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন নির্বাচনে এমআরডিআই-এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
নিয়মাবলি:
- নির্বাচিত ৮০ জন চারটি ব্যাচে ২০ জন করে ঢাকায় ৩ দিনের আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
- অভিজ্ঞ সাংবাদিকের তত্ত্বাবধানে ৩ দিনে হাতেকলমে শিখবেন সংবাদ তৈরির মৌলিক বিষয়গুলো।
- প্রশিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৮০ জনের মধ্য থেকে ২০ জনকে জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে ৬ মাসের ইন্টার্নশিপ প্রদান করা হবে।
- ২০ জন ইন্টার্ন প্রতি দুই মাসে একবার ঢাকায় একটি লার্নিং সেশনে অংশগ্রহণ করবেন।
- ইন্টার্নশিপ শেষে ঢাকায় আয়োজিত একটি লেসন লার্ন্ট ওয়ার্কশপে উপস্থিত হয়ে ২০ জন ইন্টার্ন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
- ইন্টার্নশিপ চলাকালীন কোনো সংবেদনশীল ডেটা বা তথ্য পেলে প্রচার বা প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে হবে। পূর্বানুমতি ছাড়া তা প্রকাশ করা যাবে না।
- প্রোগ্রামের নিয়মকানুন ও দায়িত্ব পালনে অবহেলা বা অসম্মান প্রদর্শন করলে ইন্টার্নশিপ বাতিল হয়ে যেতে পারে।
আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৫
আবেদন প্রক্রিয়া: জীবনবৃত্তান্তসহ নির্ধারিত আবেদনপত্র পূরণ করে পাঠাতে হবে নিচের ইমেইলে।