কোর্সটি সম্পর্কে জানুন
সাংবাদিকতা কখনই সহজ ও নিরাপদ ছিলো না। আর যদি অনুসন্ধানী বা গভীরতাধর্মী সাংবাদিকতা হয়, তাহলে নিরাপত্তা ঝুঁকি আরও বেশি হয়। সাংবাদিকতায় নিরাপত্তা বলতে মধ্যে শারিরীক, মানসিক, স্বাস্থ্যগত বা আইনি ঝুঁকি হতে পারে, ডিজিটাল ও প্রযুক্তির ঝুঁকি থাকতে পারে। তাই নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করে কীভাবে সাংবাদিকতা করবেন এ নিয়ে এই কোর্সটি বানানো হয়েছে। এই কোর্সে পাঁচটি মূল অধ্যায়ে বিভিন্ন পাঠ, ভিডিও এবং বাস্তব উদহারণের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি সহজভাবে তুলে ধরা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। কোর্সটি আপনাকে সাংবাদিকতায় নিরাপত্তার বিষয়ে সচেতন করে তুলবে। ঝুঁকির পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করবে। কোর্সটি শেষ করার পর আপনি একটি সনদ পাবেন।
স্পর্শকাতর সংবাদ সংগ্রহে নিরাপত্তা
দুর্যোগে নিরাপদ সাংবাদিকতা
নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা
সাংবাদিকতায় ডিজিটাল নিরাপত্তা
সাংবাদিকতায় মানসিক স্বাস্থ্য ও ট্রমা
হাতে কলমে প্রাথমিক চিকিৎসা
প্রশিক্ষকদের সম্পর্কে জানুন
সাংবাদিকতায় অভিজ্ঞ বেশ কয়েকজন সাংবাদিক এই কোর্সটির প্রশিক্ষক। পাশাপাশি নিরাপত্তা বিষয়ক একজন বিদেশি প্রশিক্ষক ও ফটোসাংবাদিক এই কোর্সে মূল্যবান পরামর্শ দিয়েছেন। নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জড়িত বলে এখানে পুলিশের একজন কর্মকর্তা যুক্ত হয়েছেন। নিরাপত্তার বিষয়টি যেহেতু শারিরীক ও মানসিক স্বাস্থ্য জড়িত তাই পেশাদার চিকিৎসকরা প্রশিক্ষণ দিয়েছেন। দুর্ঘটনা ও অসুস্থতায় সাংবাদিকরা কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন তা কোর্সে তুলে ধরেছেন একজন প্রশিক্ষক।
কোর্সটি সম্পর্কে জানুন
সাংবাদিকতা কখনই সহজ ও নিরাপদ ছিলো না। আর যদি অনুসন্ধানী বা গভীরতাধর্মী সাংবাদিকতা হয়, তাহলে নিরাপত্তা ঝুঁকি আরও বেশি হয়। সাংবাদিকতায় নিরাপত্তা বলতে মধ্যে শারিরীক, মানসিক, স্বাস্থ্যগত বা আইনি ঝুঁকি হতে পারে, ডিজিটাল ও প্রযুক্তির ঝুঁকি থাকতে পারে। তাই নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করে কীভাবে সাংবাদিকতা করবেন এ নিয়ে এই কোর্সটি বানানো হয়েছে। এই কোর্সে পাঁচটি মূল অধ্যায়ে বিভিন্ন পাঠ, ভিডিও এবং বাস্তব উদহারণের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি সহজভাবে তুলে ধরা হয়েছে। ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। কোর্সটি আপনাকে সাংবাদিকতায় নিরাপত্তার বিষয়ে সচেতন করে তুলবে। ঝুঁকির পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করবে। কোর্সটি শেষ করার পর আপনি একটি সনদ পাবেন।
সৈয়দ ইশতিয়াক রেজা
সাংবাদিক
শাহনাজ মুন্নী
সাংবাদিক
মো. মাসুদুর রহমান
অতিরিক্ত আইজিপি
ক্রিস্টোফার পোস্ট
ফটোগ্রাফার ও সেফটি ট্রেইনার