আমাদের টিমের সদস্যগণ
সাধারণ পরিষদ ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ

ফরিদ হোসেন
চেয়ার
Former Bureau Chief, Associated Press (AP)

হাসিবুর রহমান
নির্বাহী পরিচালক
hasibur.rahman@mrdibd.org

মো. নজরুল ইসলাম
পরিচালক
সাবেক স্থায়ী সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এবং সাবেক সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ

সৈয়দ ইশতিয়াক রেজা
পরিচালক
প্রধান সম্পাদক, ঢাকা জার্নাল

সাকিউল মিল্লাত মোর্শেদ
পরিচালক
নির্বাহী পরিচালক, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক)

ড. আজিজুন্নাহার ইসলাম
পরিচালক
azizunnahar@mrdibd.org
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স এবং ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি কমনওয়েলথ ফেলো হিসেবে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
তিনি পিপলস্ ইউনিভার্সিটির জেন্ডার কমিটির সদস্য ছিলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে জেন্ডার অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

মাইনুল আলম
পরিচালক
Former Executive Editor, Daily Amader Somoy

ড. শামীম ইমাম
পরিচালক
সিইও, সুবর্ণভূমি ফাউন্ডেশন

এম. বি. এম. লুৎফুল হাদী, এফসিএ
পরিচালক
lutful.hadee@mrdibd.org
এল.এল.বি, এল.এল.এম, এম.কম, এফসিএ
প্রোপ্রাইটর ও সিইও, হাদী লুৎফুল অ্যান্ড কো.

শাহানা হুদা রঞ্জনা
পরিচালক
shahana.huda@mrdibd.org
যোগাযোগ বিশেষজ্ঞ

মিরাজ আহমেদ চৌধুরী
পরিচালক
miraj@mrdibd.org
ব্যবস্থাপনা পরিচালক, ডিজিটালি রাইট
পরামর্শক সদস্যবৃন্দ

মো. সাহিদ হোসেন
অ্যাডভাইজর, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট

মো. সাহিদ হোসেন এমআরডিআই-এ অ্যাডভাইজর, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিপ্লোমা সম্পন্ন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশের বাইরে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উন্নয়ন কর্মসূচিতে যুক্ত হন এবং পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য খাতে প্রশিক্ষণ ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে বিশ বছর কাজ করেছেন। তিনি এমআরডিআই গঠনের প্রাথমিক পর্যায় থেকেই এর বিকাশ ও অগ্রগতিতে জড়িত ছিলেন এবং পরবর্তীতে উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। তার মূল অবদানগুলোর মধ্যে রয়েছে প্রকল্প প্রস্তাবনা ও প্রতিবেদন লেখা, রিপোর্ট ও প্রকাশনা সম্পাদনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এমআরডিআই-কে প্রতিনিধিত্ব করা। তিনি একজন সৃজনশীল লেখক এবং অনুবাদকও বটে। ইতোমধ্যে তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
তিনি উপদেষ্টা, মনিটরিং, ইভালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি ও লার্নিং (এমইএএল) হিসেবে ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ৫০% কর্মঘণ্টা এবং টিম লিডার হিসেবে ‘স্ট্র্যাটেজিক প্রায়োরিটাইজিং – বাংলাদেশ মিডিয়া রিফর্মস ডিউরিং ট্রানজিশন’ প্রকল্পে ৫০% কর্মঘণ্টায় প্রতিষ্ঠানের কার্যক্রমে যুক্ত আছেন।

নেপাল চন্দ্র সরকার
অ্যাডভাইজর, আরটিআই
nepal.sarker@mrdibd.org+8801715034987
তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি তথ্য কমিশনের প্রতিষ্ঠাতা সচিব ছিলেন। তার অন্যতম অর্জনের মধ্যে রয়েছে বর্তমান ঠিকানায় তথ্য কমিশনের কার্যালয় স্থাপন এবং কমিশনের কার্যক্রম পরিচালনার জন্য নিয়মকানুন প্রণয়ন। তথ্য কমিশনে যোগদানের আগে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার) এ তিন দশকেরও বেশি সময় ধরে সরকারি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে তথ্য অধিকার আইন বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে তিনি এমআরডিআই-এর উপদেষ্টা হিসেবেও যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় তথ্য অধিকার (আরটিআই) বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Shakeel Anwar
Advisor, MRDI Journalism Institute
Extend overall advisory support to the executive director of MRDI. Assist in establishing connections and network with international institutes and help build partnership with international universities and journalism schools to bring to the table the latest trends, techniques, strategy and business in the world of journalism.
Shakeel Anwar is a journalist with a career spanning for than three decades when he worked mostly with big international media brands- the BBC and the Reuters. After nearly two years at the Dhaka bureau of Reuters as a correspondent, Shakeel joined BBC in London in 1998 where he mastered radio programme production and live presentation. He was an integral part of planning and execution of BBC Bengali service’s gradual transformation into a digital first news media. As a BBC journalist, Shakeel has covered many important international events, interviewed global personalities including former Israeli Prime Minister Shimon Peres and Palestinian Hamas chief Ismail Haniye. Over the years, he produced a good number of in-depth radio and online documentary series on topical international issues including Palestine-Israel conflict, fault lines in European integration, threat of Scottish nationalism to Britain’s unity and the impact of immigration on British society and politics. Shakeel’s documentary series on Israel-Palestine conflict, which involved thorough research and month-long works on locations in Israel and Palestinian areas including Gaza, is considered a stand-out journalistic work. The series got nominated and specially mentioned by the juries in a pan BBC award event in 2007. Having been with the BBC for more than 25 years, he left the organisation and joined MRDI in December 2023 as the CEO of one of its flagship projects to establish a world class journalism training and research institute. A master’s in journalism from the University of Dhaka, Shakeel is a fellow of Fondation de Journalistes en Europe, Paris, France.
Advisor, MRDI journalism institute is a honorary voluntary position.

রাশিদ নাইম
Virtual Coordinator, Programme Development
rashid.naim@mrdibd.org
মূল কর্মীদল

হাসিবুর রহমান
নির্বাহী পরিচালক

নির্বাহী পরিচালক হিসেবে হাসিবুর রহমান সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন। তিনি কর্মসূচি ও প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও ব্যবস্থাপনাসহ সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে বিস্তর ধারণার ভিত্তিতে তিনি গবেষণা, প্রশিক্ষণ ও মেন্টরশিপভিত্তিক ব্যবহারিক শিক্ষার মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে নেতৃত্ব প্রদান করছেন। তার নেতৃত্বে এমআরডিআই দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক প্রশিক্ষণ সংস্থায় পরিণত হয়েছে, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে। নৈতিক সাংবাদিকতার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তিনি তথ্য অধিকার (আরটিআই) নিশ্চিতের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। তথ্যের চাহিদা সৃষ্টি ও তথ্যপ্রাপ্তি সহজতর করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা এমআরডিআই-কে তথ্য অধিকার (আরটিআই) প্রচার ও প্রসারে একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে গেছে। তার নেতৃত্বে এমআরডিআই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কে উন্নয়নের টেকসই অর্থায়নের উৎস হিসেবে সমর্থন করে এর পক্ষে সক্রিয়ভাবে প্রচার চালায়।
He is the team leader in the project, ‘Improving Quality Journalism in Bangladesh-Phase III’ with 30% working time, in the project, ‘Togetherness for Informed Energy Transition’ with 15% working time, in the project, ‘Strategic Togetherness for Inclusive Development’ with 20% working time, in the project, ‘Journalism to Safeguard Democracy’ with 15% working time and remaining 20% for the organisation.

মো. বদরুদ্দোজা বাবু
হেড অব ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্পডেস্ক
b.babu@mrdibd.org+8801713062600
মো. বদরুদ্দোজা বাবু একজন পুরস্কারপ্রাপ্ত প্রযোজক ও অনুসন্ধানী সাংবাদিক, যিনি এমআরডিআই-এর ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্পডেস্কের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা জগতে তার ২১ বছরের অভিজ্ঞতায় তিনি ম্যাগাজিন, দৈনিক পত্রিকা ও টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেছেন। দুর্নীতি ও অপরাধবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি অনেক স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন।
তার উপস্থাপিত অনুসন্ধানী টিভি অনুষ্ঠান ’অনুসন্ধান’ ছিল দর্শকমহলে জনপ্রিয়, কারণ এতে বিভিন্ন ধরনের অপরাধ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রচার করা হতো। তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ – ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্পডেস্কের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আক্তারুন নাহার
ম্যানেজার, প্রোগ্রাম
aktarun.naher@mrdibd.org+8801552301372
আক্তারুন নাহার এমআরডিআই-এর সাংবাদিকতা, তথ্য অধিকার (আরটিআই) এবং কর্পোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) সম্পর্কিত প্রকল্পে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাসম্পন্ন। তিনি প্রতিষ্ঠানের তথ্য অধিকার (আরটিআই) বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এমআরডিআই-এর সার্বিক প্রোগ্রামসংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় করেন এবং দাতা সংস্থা/সংস্থাগুলো, এনজিও বিষয়ক ব্যুরো ও জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বেশ কিছু গবেষণা পরিচালনা করেছেন, যার মধ্যে একটি জার্নাল অব জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট-এ প্রকাশিত হয়েছে।
এমআরডিআই-এ তার ১৪ বছরের দীর্ঘ ও বহুমুখী কর্মজীবন রয়েছে। দায়িত্ববোধ ও বহু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ডেপুটি ম্যানেজার, প্রোগ্রাম পদ থেকে পদোন্নতি পেয়ে ২০২২ সালের মার্চ মাস থেকে ম্যানেজার, প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ‘স্ট্র্যাটেজিক টুগেদারনেস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

সামসুন নাহার
ম্যানেজার, ফাইন্যান্স
samsun.nahar@mrdibd.org+8801711157423
সামছুন নাহার ২০১৮ সালের ১ অক্টোবর এমআরডিআই-এ ডেপুটি ম্যানেজার, ফাইন্যান্স হিসেবে যোগ দেন। তিনি প্রকল্প/প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রস্তুত, বার্ষিক বাজেট প্রণয়ন, অভ্যন্তরীণ ও বহিঃস্থ অডিট পরিচালনা এবং আর্থিক খাত ব্যবস্থাপনায় দক্ষ। সংক্ষেপে বলা যায়, তিনি এমআরডিআই-এর আর্থিক বিভাগ দক্ষতার সঙ্গে পরিচালনা করেন এবং অপারেশনাল সিস্টেম, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও নীতিমালা, হিসাবরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ। তার কর্মদক্ষতা বিবেচনায় তাকে মার্চ ২০২২ থেকে ম্যানেজার, ফাইন্যান্স পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি এমআরডিআই-এর তথ্য অধিকার বিষয়ক বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় ফাইন্যান্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
Finance manager in the project ‘Improving Quality Journalism in Bangladesh Phase-III’ with 100% of working time.

মো. মমিনুল ইসলাম
ম্যানেজার, অ্যাকাউন্টস্
mominul.islam@mrdibd.org+8801716639145
মো. মমিনুল ইসলাম এমআরডিআই-এর হিসাবপত্র দেশের প্রচলিত আইন ও সংগঠনের বিধিবিধান সম্পূর্ণ পরিপালনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এ বিষয়টি নিশ্চিত করে থাকেন। তিনি অডিটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন এবং নির্ভরযোগ্য তথ্য ও ব্যাখ্যা নিয়ে অডিটরের সম্মুখীন হন। এছাড়াও তিনি ব্যাংক, দাতা সংস্থা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করেন এবং এনজিও বিষয়ক ব্যুরোর সাথে তহবিল ছাড়, বাজেট সংশোধন ও অন্যান্য প্রয়োজনে যোগাযোগ রক্ষা করেন।
তার বিভিন্ন আর্থিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা রয়েছে এবং তিনি হিসাবরক্ষণ সফটওয়্যার (Tally ERP 9)-এর ক্ষেত্রে বিশেষ জ্ঞানসম্পন্ন। তিনি ‘স্ট্র্যাটেজিক টুগেদারনেস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় ফাইন্যান্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সৈয়দ সামিউল বাশার অনিক
ম্যানেজার, প্রোগ্রাম

সৈয়দ সামিউল বাশার অনিক একজন অভিজ্ঞ প্রতিবেদক এবং মিডিয়া কমিউনিকেশন বিশেষজ্ঞ, যিনি বাংলাদেশে ইংরেজি সংবাদপত্রে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন।
বর্তমান দায়িত্বে আসার আগে তিনি ঢাকা ট্রিবিউন-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি ঘটনা বর্ণনায় পারদর্শী, দলগত কাজে সক্রিয়ভাবে অংশ নেন এবং অন্যান্য কমিউনিটি ও মিডিয়া সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম।
তিনি ব্র্যাক-এও কাজ করেছেন, যেখানে তিনি মিডিয়া ক্যাম্পেইন পরিকল্পনা, মিডিয়া কৌশল তৈরি এবং মিডিয়া সংস্থাগুলোর সাথে যোগাযোগ গড়ে তোলার দায়িত্ব পালন করেছেন।
Programme Coordinator, তিনি ‘ক্লাইমেট, এনার্জি অ্যান্ড দ্য মিডিয়া’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

তাহমিনা ফেরদৌসী
সিনিয়র অ্যাকাউন্টস্ অফিসার
tahmina.ferdowsy@mrdibd.org+8801817549549
আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণে অভিজ্ঞ তাহমিনা ফেরদৌসি ডিসেম্বর ২০২১ সালে সিনিয়র অ্যাকাউন্টস্ অফিসার হিসেবে এমআরডিআই-এ যোগ দেন। তিনি ভাউচার, প্রজেক্ট রিকুইজিশন, দৈনিক ব্যাংকিং কার্যক্রম এবং অন্যান্য ব্যাংক সম্পর্কিত নথিপত্র প্রস্তুত করে থাকেন। উন্নয়ন খাতে তার দুই দশকের অভিজ্ঞতা রয়েছে।
তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় সিনিয়র ফাইন্যান্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. মিজানুর রহমান
সিনিয়র কো-অর্ডিনেটর, প্রোগ্রাম ম্যানেজমেন্ট

মো. মিজানুর রহমান এমআরডিআই-এ সিনিয়র কো-অর্ডিনেটর, প্রোগ্রাম ম্যানেজমেন্ট পদে কর্মরত। তিনি মাঠ পর্যায়ে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের তদারকি এবং প্রশাসনিক, লজিস্টিক ও যোগাযোগ সহায়তা প্রদান করার দায়িত্বে নিয়োজিত। তিনি একজন চমৎকার সমন্বয়কারী এবং প্রোগ্রাম সংগঠন ও তত্ত্বাবধানে দক্ষ একজন, যা এমআরডিআই-এর প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ৬৫% কর্মঘণ্টায় লজিস্টিক কো-অর্ডিনেটর এবং ‘ক্লাইমেট, এনার্জি অ্যান্ড দ্য মিডিয়া’ প্রকল্পে ৩৫% কর্মঘণ্টায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

মো. তারিক হাসান আল মাহমুদ
সিনিয়র অফিসার, আইটি
tarik.hasan@mrdibd.org+8801712786220
মো. তারিক হাসান আল মাহমুদ ২০১৮ সাল থেকে এমআরডিআই-এ সিনিয়র আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি এমআরডিআই-এর কম্পিউটার সিস্টেম, বিশেষ করে সেন্ট্রাল সার্ভারের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে কম্পিউটার সিস্টেম ইনস্টল ও কনফিগার করা, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমস্যা নির্ণয় ও সমাধান এবং এমআরডিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রাসঙ্গিক কনটেন্ট ও বিজ্ঞপ্তি আপলোডের মাধ্যমে সময়মতো হালনাগাদ নিশ্চিত করা। তিনি দৈনিক টিভি সংবাদ রেকর্ডিং পর্যবেক্ষণ করেন এবং এমআরডিআই-এর মাইক্রোসফট ক্লাউড সার্ভারে তা আপলোড করেন।
এছাড়াও তিনি অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরিতে এবং ওপেন ডেটা সোর্স ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে ও টেলিফোনের মাধ্যমে প্রযুক্তিগত ও অ্যাপ্লিকেশন সমস্যার সমাধানে কারিগরি সহায়তা প্রদান করেন। তিনি এমআরডিআই-এ Microsoft Dynamics 365 Business Central ERP বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সদস্য। তদুপরি তিনি কম্পিউটার সরঞ্জামাদি ক্রয় ও ভাড়া সংক্রান্ত বিষয়ে ক্রয় কমিটিকে কারিগরি পরামর্শ দিয়ে সহায়তা করেন।
তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় সিনিয়র আইটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মহুয়া আলম স্নিগ্ধা
সিনিয়র অফিসার, মানবসম্পদ ও লজিস্টিকস্
mohua.alam@mrdibd.org+8801758895659
মহুয়া আলম স্নিগ্ধা ২০১৮ সাল থেকে এমআরডিআই-এ প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে নারীদের তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে কাজ করেছেন। এছাড়াও গণমাধ্যম ও সিভিল সোসাইটি সংগঠনসমূহের মাধ্যমে তথ্য অধিকার (আরটিআই) ব্যবহারের প্রসারে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি এমআরডিআই টিমের একজন মূল সদস্য এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এমআরডিআই-এ তার আগ্রহ ও কর্মদক্ষতাকে বিবেচনা করে মার্চ ২০২২ থেকে তাকে সিনিয়র অফিসার, এইচআর ও লজিস্টিকস্ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
তিনি ‘স্ট্র্যাটেজিক টুগেদারনেস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় প্রোগ্রাম অফিসার (লজিস্টিকস্) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. জুয়েল
সিনিয়র প্রোগ্রাম অফিসার, এমইএএল
jewel@mrdibd.org+881882720272
মো. জুয়েল ২০২৪ সালের অক্টোবরে এমআরডিআই-এ ওয়েব-বেজড নলেজ হাব-এ প্রোগ্রাম অফিসার হিসেবে যোগ দেন। মনিটরিং, ইভালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি এবং লার্নিং এ তার প্রায় সাত বছরের অভিজ্ঞতা রয়েছে। পরিসংখ্যান বিষয়ে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ডেটাভিত্তিক কার্যক্রম ও তথ্য-গবেষণায় আগ্রহ রয়েছে এবং তিনি উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রকল্প—দুই ক্ষেত্রেই কাজ করেছেন।
এমআরডিআই-এ যোগদানের আগে জুয়েল ছয় বছর ধরে এমইএএল-সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন, যেখানে মূলত কক্সবাজারে রোহিঙ্গা সংকটে পুষ্টিসংক্রান্ত জরুরি সেবা কার্যক্রমে কাজ করেছেন। এ সময়ে তিনি তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ সূচক, সংকট কবলিত জনগোষ্ঠীর পরিস্থিতি মূল্যায়নে দক্ষতা অর্জন করেন। পাশাপাশি তিনি এক বছর শ্রবণ প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে কাজ করেন, যা তাকে অন্তর্ভুক্তিমূলক এবং পর্যবেক্ষণভিত্তিক কর্মসূচিতে অবদান রাখতে সহায়তা করে।
তার দক্ষতা এবং নেতৃত্ব বিবেচনায় ২০২৫ সালের জানুয়ারি থেকে এমআরডিআই-এর একজন কোর স্টাফ হিসেবে সিনিয়র প্রোগ্রাম অফিসার, এমইএএল পদে নিয়োজিত হন এবং ‘স্ট্র্যাটেজিক টুগেদারনেস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ প্রকল্পের মনিটরিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
এখানে তিনি ফলাফলভিত্তিক মনিটরিং, লার্নিং এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে তথ্যসমৃদ্ধ রাখার জন্য পুরোপুরি নিবেদিত থাকেন।

জান্নাতুন নাহার
সিনিয়র প্রোগ্রাম অফিসার
jannatun@mrdibd.org+8801521323553
জান্নাতুন নাহার সাংবাদিকতা ও গণযোগাযোগে অভিজ্ঞ ও আগ্রহী একজন পেশাজীবী। তিনি সম্প্রতি এমআরডিআই-এ ‘প্রোমোটিং ফ্যাক্টচেকিং টু কাউন্টার মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ প্রকল্পে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ২০২১ সাল থেকে দুই বছর ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এ সাব-এডিটর (ইংরেজি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি লেখালেখি, সম্পাদনা এবং বিশ্লেষণী চিন্তাশক্তিতে দক্ষতা অর্জন করেন। সাব-এডিটর হিসেবে তার পেশাগত অভিজ্ঞতা এবং একাডেমিক জ্ঞান তাকে আধুনিক সাংবাদিকতার জন্য যথেষ্ট প্রস্তুত করেছে।
সত্য যাচাই এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তার অঙ্গীকার এমআরডিআই-এ তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তিনি বাংলাদেশের সাংবাদিকতার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে এবং আরও সচেতন ও সম্পৃক্ত সমাজ গঠনে নিজের দক্ষতা ও জ্ঞান কাজে লাগাতে আগ্রহী।
তিনি বর্তমানে ‘স্ট্র্যাটেজিক টুগেদারনেস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় প্রোগ্রাম অফিসার ইমপ্লিমেন্টেশন হিসেবে কর্মরত।

সুমনা হেমব্রোম
Programme Officer
sumona@mrdibd.org

‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় সিনিয়র আরটিআই হেল্পডেস্ক অফিসার হিসেবে কাজ করছেন।

আতিকুর রহমান
Programme Officer
atiqur.rahman@mrdibd.org+8801859803667
Atiqur Rahman has been working at MRDI as Project Coordinator under the project ‘Journalism to Safeguard Democracy’. Earlier, he worked as Media Monitoring Officer and Programme Coordinator under different projects within the organization. He has contribution in some of the biggest gender-based media studies in Bangladesh published by MRDI.
এমআরডিআই-এ যোগদানের আগে অতিকুর রহমান দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক গণমাধ্যম গবেষণা ‘গ্লোবাল মিডিয়া মনিটরিং প্রজেক্ট (জিএমএমপি)’ এ ২০২০ ও ২০২৪ সালে অংশগ্রহণ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।
‘জার্নালিজম টু সেইফগার্ড ডেমোক্রেসি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বরত।

মিনহাজ শেখ
অফিস জুনিয়র

মিনহাজ শেখ ২০০৫ সাল থেকে এমআরডিআই-এ কাজ করছেন। তিনি ১৯৮৪ সালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এমআরডিআই-এ অফিস জুনিয়র হিসেবে যোগদান করেন।
অফিস জুনিয়র হিসেবে তিনি ১০০% কর্মঘণ্টায় সংগঠনের কাজে নিয়োজিত আছেন।

হামিদা বেগম
অফিস জুনিয়র
hamida.begum@mrdibd.org
হামিদা বেগম ময়মনসিংহের মুক্তাগাছায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সাল থেকে এমআরডিআই-এ অফিস জুনিয়র হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি অফিসের স্টাফদের জন্য রান্না করেন।
অফিস জুনিয়র হিসেবে তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ৫০% এবং বাকি ৫০% সময় সংগঠনের জন্য কর্মরত আছেন।
মূল কর্মী (চুক্তিভিত্তিক)

এসকে. শাহনিয়াজ আহমেদ
ডেপুটি ম্যানেজার, অ্যাকাউন্টস্
shaniaz.ahmed@mrdibd.org+8801819472479
শেখ শাহনিয়াজ আহম্মেদ বর্তমানে এমআরডিআই-এ ডেপুটি ম্যানেজার, অ্যাকাউন্টস্ হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন যাবত হিসাব কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠান উন্নয়নে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) ব্যবহারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি এমআরডিআই-এর চুক্তিভিত্তিক কোর স্টাফ হিসেবে কর্মরত এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
বর্তমানে তিনি ‘ক্লাইমেট, এনার্জি অ্যান্ড দ্য মিডিয়া’ প্রকল্পে ৫০% কর্মঘণ্টা এবং ‘জার্নালিজম টু সেইফগার্ড ডেমোক্রেসি’ প্রকল্পে বাকি ৫০% কর্মঘণ্টায় ফাইন্যান্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকল্প কর্মী

এ কে এম সানাউল হক
ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার, ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ এমআরডিআই - ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট
MRDI- Fojo Media Institute
dolon@mrdibd.org+8801842818836
সানাউল হক প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়াতে সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশে সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।
সাংবাদিক হিসেবে তিনি প্রধানত বিজনেস ও অর্থনীতি এবং বৈদেশিক বিষয় নিয়ে রিপোর্টিংয়ের কাজ করেছেন।
‘ভোরের কাগজ’ সংবাদপত্রে কর্মজীবন শুরু করে পরবর্তীতে তিনি ‘এনটিভি’ তে যোগ দিয়ে টেলিভিশন মিডিয়ায় আসেন। এমআরডিআই-এর আগে তিনি ‘এটিএন বাংলা’ তে চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন এবং প্রতিবেদক দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি ‘এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স’, ‘টক শো’, ‘লিড নিউজ’, ‘হ্যালো বাংলাদেশ’ এবং ‘নিউজপেপার্স টুডে’ প্রভৃতি টিভি প্রোগ্রামের উপস্থাপনা করেছেন। এর আগে ‘এনটিভি’ তে ‘বিজ উইক’ ও ‘রাইট ক্লিক’ প্রোগ্রামের প্রোডাকশন টিমের সদস্য হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার বাইরে তিনি গবেষক, প্রশিক্ষক এবং অনুবাদক হিসেবেও কাজ করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি এমআরডিআই ও সুইডেনের ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের বাস্তবায়নে ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ’ প্রকল্পে কর্মরত আছেন। তিনি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।
‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ-ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
Capacity Building Manager in the project, “Improving Quality Journalism in Bangladesh-Phase III” with 100% working time.

ছালমা জান্নাত
প্রজেক্ট কোঅর্ডিনেটর (জেন্ডার), ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ- ফেইজ থ্রি
MRDI- Fojo Media Institute
salma@mrdibd.org+8801717163819
ছালমা জান্নাত একজন অভিজ্ঞ শিক্ষক। তিনি আট বছরের বেশি সময় ধরে যোগাযোগ, গণমাধ্যম ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন। তিনি জেন্ডার সমতা, মিডিয়া সচেতনতা ও সামাজিক পরিবর্তনের জন্য শিক্ষা নিয়ে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পদ্ধতি ব্যবহার করেছেন। পাশাপাশি গণমাধ্যমে জেন্ডার উপস্থাপন ও এর প্রভাব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ গবেষণাও করেছেন।
ছালমার কিছু গবেষণামূলক প্রকাশনা রয়েছে, যেগুলো ভালো মানের জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে জেন্ডার স্টেরিওটাইপ ও সেক্সুয়াল অবজেক্টিফিকেশন নিয়ে কাজ করেছেন। এছাড়াও সাংবাদিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়েও তিনি গবেষণা করেছেন। গণমাধ্যম, জেন্ডার ও এর সাথে সমাজের সম্পর্ক নিয়ে তার গভীর আগ্রহ রয়েছে। তিনি দেশের বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং পেশাগত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন, যেখানে গঠনমূলক সাংবাদিকতা, পাঠ্যক্রম উন্নয়ন আর জেন্ডার নিয়ে আলোচনা হয়েছে।
তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েও শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের গাইড করা, কোর্স কারিকুলাম ডেভেলপমেন্ট, শিক্ষার্থীদের রিসার্চ প্রজেক্ট সুপারভাইজ করা, ফিল্ড ভিজিট পরিচালনা করা এবং বিভাগীয় সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মতো দায়িত্বও পালন করেছেন।
দলগতভাবে এবং একা কাজ করার ক্ষেত্রে ছালমা সহজেই মানিয়ে নিতে পারেন। নেতৃত্ব, যোগাযোগ আর প্রকল্প ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা আছে, কারণ তিনি আগে থেকেই স্টুডেন্টদের গাইড ও কোর্স প্ল্যান করাসহ বিভিন্ন ইভেন্ট পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই সব অভিজ্ঞতা তাকে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য তৈরি করেছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাডভোকেসি এবং কমিউনিটি সংশ্লিষ্টতার মাধ্যমে তিনি জেন্ডারকেন্দ্রিক কাজে যুক্ত থাকতে চান।
তিনি বর্তমানে ’ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ- ফেইজ থ্রি’ প্রকল্পে প্রজেক্ট কোঅর্ডিনেটর (জেন্ডার) হিসেবে কর্মরত রয়েছেন।

রুহিনা আক্তার
সাব-এডিটর, জিআইজেএন, ’ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’
MRDI- Fojo Media Institute
ruhina@mrdibd.org+8801912006244
রুহিনা আক্তার, ছদ্মনাম রুহিনা ফেরদৌস,২০২৩ সালে জিআইজেএন বাংলা-এর সাব-এডিটর হিসেবে এমআরডিআই-এ যোগ দেন। সাংবাদিকতায় ১২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন রুহিনার ক্যারিয়ার প্রাথমিকভাবে শুরু হয় প্রথম আলোতে সহকারী লেখক হিসেবে, পরবর্তীতে তিনি দৈনিক বণিক বার্তায় যোগ দেন। সেখানে তিনি ‘নভেরা’ আর্ট পেইজের তত্ত্বাবধান এবং নিউজ ডেস্ক পরিচালনার মতো বিভিন্ন দায়িত্বে দক্ষতার পরিচয় দেন। সম্পাদকীয় বিভাগের সিনিয়র সাব-এডিটর হিসেবে তিনি সম্পাদনা কাজের পাশাপাশি বিভিন্ন গ্লোবাল বিশেষজ্ঞদের তথ্যবহুল কলাম ও সাক্ষাৎকারের অনুবাদ ও ট্রান্সক্রিপশন করতে অবদান রেখেছেন।
রুহিনার অর্জনের মধ্যে রয়েছে কনরাড অ্যাডেনাউর ফেলোশিপ ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, নেদারল্যান্ডসের আরএনটিসি থেকে মিডিয়া ক্যাম্পেইন ফর সোশ্যাল চেঞ্জ এবং ডিজিটাল মিডিয়া ক্রিয়েশন কোর্সের ওকেপি ফেলোশিপ। তিনি একজন বর্ণনামূলক প্রতিবেদক এবং ভবিষ্যতে তরুণ সাংবাদিকদের মেন্টরশিপ দিতে ইচ্ছুক।
কর্মজীবনের বাইরে রুহিনা নারী অধিকার এবং সাংবাদিকতার উৎকর্ষে অঙ্গীকারবদ্ধ। তিনি ইউএন উইমেন এর একটি বছরব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন, যার বিষয় ছিল এশিয়ায় সংকুচিত গণতান্ত্রিক পরিবেশে নারীদের সাংবাদিকতা এবং মানবাধিকার সুরক্ষা। অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি তার নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি এমআরডিআই মেন্টরশিপ প্রোগ্রাম কর্তৃক স্বীকৃত হয়েছেন।
সম্প্রতি রুহিনা ফিল্ম ও টেলিভিশনে পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে তার দক্ষতা বৃদ্ধি করেছেন। তিনি কবিতা ও ছোট গল্প লেখার মতো সৃজনশীল কাজে আগ্রহী, যা তার শিল্পমনা ব্যক্তিত্বের পরিচায়ক।
’ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় জিআইজেএন বাংলা-এর সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিজান আহমেদ জিম
প্রজেক্ট কোঅর্ডিনেটর, ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি
sizan.ahmed@mrdibd.org

সাংবাদিকতা ও কমিউনিকেশনে সিজান আহমেদ জিম-এর রয়েছে ৬ বছরের অভিজ্ঞতা। তিনি স্ক্রিপ্ট রাইটিং, সাব-এডিটিং, ভিডিও প্রোডাকশন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল মার্কেটিংয়েও দক্ষ। কাজ করেছেন প্রসিদ্ধ সংবাদমাধ্যম ও এজেন্সিতে। তথ্যচিত্র ও শর্টফিল্মে কাজের জন্য ২০১৭ সালে ইউসি স্যান ডিয়েগো আয়োজিত প্রতিযোগিতায় জিতেছেন অ্যাওয়ার্ড। তিনি ‘এবার রিজওয়ানার পালা’ ও ‘উড়ন্ত ঢাকাইয়া’ নামে দুটো বই বাংলায় অনুবাদও করেছেন।
সিজান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিএসএস ও এমএসএস-এর পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমাও সম্পন্ন করেছেন। বর্তমানে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট, লিনিয়াস ইউনিভিার্সিটি, সুইডেন-এর সহযোগিতায় এমআরডিআই পরিচালিত প্রকল্প
‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ এর প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত রয়েছেন।

আসিফ ইসলাম
কমিউনিকেশন কোঅর্ডিনেটর, ক্লাইমেট কমিউনিকেশন ফেলোশিপ এমআরডিআই – আইআরইএক্স
MRDI- IREX
ashif@mrdibd.org+8801797862606
আসিফ ইসলাম ‘ক্লাইমেট কমিউনিকেশন ফেলোশিপ’ প্রকল্পে এমআরডিআই-এ কমিউনিকেশন কোঅর্ডিনেটর হিসেবে যোগদান করেছেন।
তিনি একজন মিডিয়া কমিউনিকেশন বিশেষজ্ঞ ও সাংবাদিক, যার বাংলাদেশের ইংরেজি সংবাদপত্রে ১৪ বছরের কাজ করার অভিজ্ঞতা আছে। তার কর্মজীবনে তিনি আইন, অপরাধ, মানবাধিকার, মানবপাচার এবং উন্নয়নমূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য প্রতিবেদন করেছেন।
বর্তমান দায়িত্বে যোগদানের আগে তিনি ইংরেজি ভাষার জাতীয় ব্যবসায়িক দৈনিক ‘দ্য বিজনেস পোস্ট’ এ সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন, যেখানে তার প্রতিবেদনের মূল বিষয় ছিল উন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামো। এছাড়াও তিনি ‘ঢাকা ট্রিবিউন’ নামের জাতীয় ইংরেজি দৈনিকেও দীর্ঘ সময় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি কিছু সময়ের জন্য প্রতিবেদক দলের সমন্বয়কারী ছিলেন এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ও সরকারি সংস্থাগুলোর সাথে অংশীদারত্ব গড়ে তোলার কাজেও যুক্ত ছিলেন।
আসিফ তার সাংবাদিকতা জীবন শুরু করেন ‘দ্য ডেইলি স্টার’ থেকে, যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর যোগদান করেছিলেন। তিনি স্ক্রিপ্ট লেখা, গল্প বলা এবং সম্পাদনার ক্ষেত্রে দক্ষ।
‘ক্লাইমেট কমিউনিকেশন ফেলোশিপ’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় কমিউনিকেশন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাবিলুজ্জামান নাফিউ
প্রোগ্রাম অফিসার
MRDI- TARA
nafiu@mrdibd.org+8801676604989
নাবিলুজ্জামান নাফিউ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়েব বেজড নলেজ হাব এর প্রোগ্রাম অফিসার হিসেবে যোগদান করেন।
তিনি বাংলাদেশের প্রিন্ট ও ডিজিটাল মিডিয়া খাতে পাঁচ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রাক্তন সাংবাদিক।
ঢাকা ট্রিবিউনে কর্মরত থাকাকালে তিনি দুই বছরের অধিক সময় অনলাইন নিউজ টিমের তত্ত্বাবধান করেছেন এবং ব্রেকিং নিউজের অগ্রাধিকার নির্ধারণ, সম্পাদকীয় কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রভাববিস্তারকারী ঘটনা বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নাফিউর ইংরেজি ও বাংলা, দুই ভাষাতেই দক্ষতা তাকে এমন আকর্ষণীয় গল্প তৈরি করতে সক্ষম করে, যা নানা বৈশিষ্ট্যের পাঠকের মাঝে সহজেই সাড়া ফেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তিনি ঢাকা লিট ফেস্টেও যুক্ত ছিলেন।
‘ক্লাইমেট, এনার্জি এবং মিডিয়া’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় ওয়েব বেজড নলেজ হাব-এর প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবিরা সুলতানা শাওন
সিনিয়র প্রোগ্রাম অফিসার (জেন্ডার)

সাবিরা সুলতানা শাওন উন্নয়ন খাতে পাঁচ বছরেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। পেশাগতভাবে তিনি জেন্ডার সমতা প্রতিষ্ঠা, মানবাধিকার ও মানবিক মূল্যবোধ বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী। ২০২৫ সালে তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ – ফেইজ থ্রি’ প্রকল্পে সিনিয়র প্রোগ্রাম অফিসার (জেন্ডার) হিসেবে এমআরডিআই-এ যোগদান করেন এবং তিনি এই প্রকল্পের জেন্ডারভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন। নারীর ক্ষমতায়নকে মূলধারায় আনার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে অধিকারভিত্তিক ও জেন্ডার সংবেদনশীল নানা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ (WING)’ প্রকল্পে তিনি ইউএন উইমেন বাংলাদেশ-এর সাথে অংশীদারত্বে কাজ করে জাতীয় বাজেটে জেন্ডার-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তির পক্ষে একনিষ্ঠভাবে কাজ করেছেন।
এর পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে তিনি সরকারের ‘ডেভেলপিং রিডিং হ্যাবিট (ডিআরএইচ)’ প্রকল্পে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষা উপকরণ বিতরণে ও পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করেছেন।
বর্তমানে তিনি ‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ – ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় সিনিয়র প্রোগ্রাম অফিসার (জেন্ডার) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিউটি হাজং
মিডিয়া মনিটরিং অফিসার, ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি
MRDI- Fojo Media Institute
butyhajong@mrdibd.org+8801721573231
এমআরডিআই-এ যোগদানের আগে বিউটি প্রিন্ট মিডিয়ায় সাব-এডিটর হিসেবে কাজ করতেন। তার অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সাব-এডিটর হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
‘ইমপ্রুভিং কোয়ালিটি জার্নালিজম ইন বাংলাদেশ - ফেইজ থ্রি’ প্রকল্পে ১০০% কর্মঘণ্টায় মিডিয়া মনিটরিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিথি মণ্ডল
Programme Coordinator, Enhancing Professional Journalism and Access to Information in Bangladesh

তিথি মণ্ডল একজন মিডিয়া ও যোগাযোগ কর্মী, যিনি মিডিয়া পর্যবেক্ষণ ও গবেষণা বিশ্লেষণে দক্ষতা অর্জন করেছেন। এমআরডিআই-এ যোগদানের আগে তিনি বিভিন্ন গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুমাত্রিক একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি উন্নয়নমূলক উদ্যোগ, জেন্ডার অন্তর্ভুক্তি, অপতথ্য মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কৌশলগত যোগাযোগের কার্যকর ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিথি ইন্ডিয়ার গুজরাট ইউনিভার্সিটি থেকে মিডিয়া প্রোডাকশন ও কমিউনিকেশন গবেষণায় ফোকাসসহ গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন, যা তাকে সাহিত্য ও সংস্কৃতির প্রেক্ষাপটে গভীর ধারণা প্রদান করেছে।
পেশাগতভাবে তিনি ইউএনডিপি-এর ‘অ্যাডভান্সিং ইনফরমেশন ইন্টেগ্রিটি’ প্রকল্পে মিডিয়া মনিটরিং সাপোর্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এ রিসার্চ ডাটা অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
গবেষণা কাজের পাশাপাশি তিনি ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হৃদয়নাথ গারেখানের সঙ্গে ডকুমেন্টারি ও কর্পোরেট চলচ্চিত্র নির্মাণে সহকারী হিসেবে কাজ করেছেন।
Programme Coordinator in the project “Enhancing Professional Journalism and Access to Information in Bangladesh” with 100% working time.

Fatema Rezwana Epty
MEAL Officer, Enhancing Professional Journalism and Access to Information in Bangladesh

MEAL Officer in the project “Enhancing Professional Journalism and Access to Information in Bangladesh” with 100% working time.

Hasan Al Manzur
Fact-Checker, Advancing information integrity in Bangladesh

Fact-Checker in the project “Advancing Information Integrity in Bangladesh” with 100% working time.

Adnan Aziz
Fact-Checker, Advancing information integrity in Bangladesh

Adnan Aziz specializes in fact-checking. With hands-on experience in disinformation monitoring and debunking at The Dissent, he has developed a strong foundation in verifying information, identifying misleading narratives, and upholding journalistic integrity.
Driven by a commitment to fight the Information War and build information integrity, Adnan aims to contribute to initiatives that promote media literacy, accuracy, and public trust.
He holds an academic background in Islamic History and Culture and is currently pursuing a Master’s degree in Development Studies, which further enriches his understanding of social issues and information dynamics.
Fact-Checker in the project “Advancing Information Integrity in Bangladesh” with 100% working time.